বুধবার, ১৭ জুলাই ২০১৩
“এখন আঁশ ব্যবহারে ক্যান্সার চিকিৎসা”
Home Page » বিশ্ব » “এখন আঁশ ব্যবহারে ক্যান্সার চিকিৎসা”বঙ্গ- নিউজ ডটকমঃ টোকিও জাপানি গবেষকরা টিউমারে ব্যবহারযোগ্য এক ধরনের পাতলা আঁশ ব্যবহার করে ক্যান্সার কোষকে আরো কার্যকরীভাবে ধ্বংস করে ফেলার পদ্ধতি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন।টোকিওর ন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যাটেরিয়ালস সায়েন্সের গবেষক মিৎসুহিরো এবারা’র নেতৃত্বে এক দল গবেষক এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন। তারা এর নাম দিয়েছেন ‘ন্যানোফাইবার মেশ’।
আঁশগুলো এক মিলিমিটারের ২ হাজার ভাগের একভাগ পুরু এবং এর ভেতর রয়েছে ক্যান্সার প্রতিরোধক ঔষধ ও চৌম্বকীয় ন্যানো কণা (ম্যাগনেটিক ন্যানোপার্টিক্যাল)।
আঁশগুলো একসঙ্গে কেমোথেরাপি এবং থার্মোথেরাপি করতে সক্ষম। বর্তমান চিকিৎসায় এ দু’টি থেরাপি আলাদাভাবে করতে হয়।
গবেষকরা বলছেন, আঁশটি ক্যান্সার কোষের উপর প্রয়োগ করার পর সাধারণ ক্যান্সার প্রতিরোধক ড্রাগের তুলনায় ৭ শতাংশ অধিক কার্যকরভাবে ক্যান্সার কোষকে মেরে ফেলতে সক্ষম হয়েছে।
তারা বলেছেন, যেহেতু আঁশটি সরাসরি টিউমারের উপর স্থাপন করা হয়, আঁশের জালে থাকা ক্যান্সার প্রতিরোধক ঔষধ সুস্থ কোষের ক্ষতি করা ছাড়াই দক্ষতার সাথে কাজ করে চলে।
গবেষকরা আরো বলেছেন, ন্যানোফাইবার মেশকে উত্তপ্ত করার জন্যে চৌম্বক ক্ষেত্র পর্যায়ক্রমে পরিবর্তন করতে হয়।
গবেষক এবারা আশা প্রকাশ করে বলেন, “প্রথমে ইঁদুরের দেহে আঁশটি প্রয়োগ করে তার দক্ষতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তা মানব দেহের উপর প্রয়োগ করা হবে।”
বাংলাদেশ সময়: ১১:৪৮:৫২ ৩৬০ বার পঠিত