মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
প্ল্যানচেটের সেই ‘তুমি’ - ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » প্ল্যানচেটের সেই ‘তুমি’ - ম, বজলুর রাহমান
’ইফ দেয়ার বি এ্যানি গুডসোল…’
প্ল্যানচেট- উইজা বোর্ডের বোল।
আলো নিভিয়ে, বন্ধ কক্ষে
আমরা ক’জনা বন্ধু, দুরু দুরু বক্ষে।
করেছি মধ্যরাতে, বেঁধে জোট
অশরীরি আত্মার আহবান, গা ছমছম প্ল্যানচেট।
মোমের কম্পিত আলো; তর্জনীর নিচে ‘কয়েন’, অত:পর
আত্মারা এলে, কত প্রশ্ন্। অক্ষরের বুননে উত্তর।
কয়েনের নি:শব্দ চলায়, পিঠাপিঠি-
আমার প্রথম কাব্যগ্রন্থ, নাম? ’কোন সাগরের জেটি’।
আজও লেখা হয়নি।না, লিখতে পারিনি !
’তোমার’ নাম বলেছিল…হয়নি দেখা, আশা ছাড়িনি।
কাব্যগ্রন্থের মতো, তুমিও রয়ে গেলে আড়ালেতে
আমি ইথারের মল্লিকায় তোড়া গড়ে, অচিন পথে
তোমারে পাঠিয়েছি, নিবিড় ব্যাকুল ক্ষণে
রক্ত গোলাপ হয়ে ফুঁটেছি, তোমার কুসুম কাননে।
তুমি পড়েছ খোঁপায়, দু’খানি রাাতুল হাতে, কত সুবাসাম
শুধু জাননাই, জাননাই, আমার নাম ।
প্রথম যৌবনের সেই সোনা মাখানো রাত্রি ; তুমুল
মনে পড়ে। উইজা বোর্ডের সেই ভয়াতুর বোল
’ইফ দেয়ার বি এানি গুডসোল…’
———————————————————
১০ ডিসেম্বর, ২০১৮।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩২ ৬৪২ বার পঠিত #বাংলা কবিতা #বাংলােশী কবিতা #শ্রেষ্ঠ বাংলা কবিতা