সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯

ভাঙ্গায় ছেলের মৃত্যুর ৫৫ দিনের ব্যবধান, সড়কে প্রাণ হারালো বাবা

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ছেলের মৃত্যুর ৫৫ দিনের ব্যবধান, সড়কে প্রাণ হারালো বাবা
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯



স্বজনের আহাজারী

ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় গাছের সাথে পিকআপের ধাক্কায় বিল্লাল ফকির (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ওবায়দুল শেখ (১৬) এবং বসার বেপারী (২৮) নামে আরও দুই জন গুরুতর আহত হয়েছে।
নিহত বিল্লাল ফকির ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী গ্রামের মৃত ওকেল ফকিরের ছেলে ও ভাঙ্গা বাজারের কাঁচামালের ব্যবসায়ী।
সরেজমিনে জানাযায়, সোমবার সকাল ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্টান্ডের পাশে, সড়কে থাকা একটি গাছের সাথে টেকেরহাট গামী দ্রুত গতি সম্পন্ন পিকআপটি ধাক্কা খায়। পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

স্বজনেরা জানান, ৫৫ দিন পূর্বে ক্ষেত চাষ করার সময়ে নিহতের ছেলে সাইম ট্রাকটরের চাপায় প্রাণ হারায়। ছেলের মৃত্যুর পর সড়ক দূর্ঘটনায় বাবার মৃত্যু কোন ভাবেই মানতে পারছে না স্বজনেরা। তাদের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, ভাঙ্গা থেকে টেকেরহাট গামী পিকাপ (যশোর ন ১১-০৯৫৬) দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে তিনজন গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে পিকআপের চালককে পাওয়া যায়নি। পিকাপটি থানায় আনা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:২৭   ১১৯৩ বার পঠিত   #  #  #