শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
আজও হীরণ্য - ম, বজলুর রাহমান
Home Page » বিনোদন » আজও হীরণ্য - ম, বজলুর রাহমান
অরণ্যে তখন; হীরণ্য
বিকেল। সিঁধেল
গোধূলী।চুলখুলি
নামেনি সন্ধ্যা, তখনো।
পাহাড়ি মুগ্ধতায়, নিকানো
বনপ্রান্তর! আলুথালু অন্তর।
চঞ্চল পায়ে, আদিগন্ত…
অভিসারী হাওয়া। অনন্ত
সংকোচে, শুচিস্মিতা
তুমি ঢাকছিলে দ্বিধা-
লাজ। সুপ্ত প্রেমের কারুকাজ।
লাজুক পলকের, ঝিলিক
ক্যামেরায়, আলতো ক্লিক।
ঝুলসেতুর, দোদুলে
বিকেলটা ডুবে গেলে।
ভাষান্তরে, থির প্রতিকৃতি
তোমার বাঙময়, নিভৃতি।
নিপাট নির্জন
বনজ গন্ধে, উড়ালচুম্বন।
আর, সেই নাকের বেশর।
মনে আছে, তোমার?
অ্যালবামে, আজও হীরণ্য।
—————————-
৬ ই ডিসেম্বর, ২০১৯।
বাংলাদেশ সময়: ৯:৫৩:২৩ ৯৩১ বার পঠিত #বাংলা কবিতা #বাংলা শ্রেষ্ঠ কবিতা #বাংলাদেশী শ্রেষ্ঠ কবিতা