শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
হাল্ট প্রাইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো জাককানইবি’তে
Home Page » প্রথমপাতা » হাল্ট প্রাইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো জাককানইবি’তে
সৌরভ বর্মন গৌতমঃ ৬ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের নোবেল প্রাইজ খ্যাত আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।ক্যাম্পাস ডিরেক্টর সাগর সরকারের হাত ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল হাল্ট প্রাইজের এই ক্যাম্পাস প্রোগ্রাম। সেরা ১০টি দল ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়। ফাইনাল রাউন্ডে দলগুলোর মধ্যে জয়ী হয় ইম্পেক্টফুল বাটস।অংশ গ্রহণকারীদের সার্টিফিকেট এবং উইনিং টিম সহ প্রথম এবং ২য় রানার আপ টিমকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফকরুল হাসান, লিডারশীপ কোচ এন্ড কনসালটেন্ট ম্যানেজমেন্ট জিয়া উদ্দিন মাহমুদ।এছাড়াও উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ জাককানইবি’র উপদেষ্টা ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোহাম্মদ বাকিবিল্লাহ এবং ফিনান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক চন্দন কুমার প্রমুখ।হাল্ট প্রাইজ মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার প্লাটফর্ম। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ৪২তম প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে পার্টনারশিপ হয়ে ২০০৯ সাল থেকে কাজ করে সংগঠনটি। মূল লক্ষ্য প্রত্যেক বছর প্রতিযোগিতার আয়োজন করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন সামাজিক ও ব্যবসায় ধারণা বের করে এনে সারা বিশ্বের বিভিন্ন সামাজিক ও বৈষয়িক সমস্যাগুলোকে সমাধান করা।
বাংলাদেশ সময়: ০:৫৮:৫৭ ৯৭৯ বার পঠিত