বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯

গোপালগঞ্জে শিশু জয় হত্যার অভিযোগে সৎ মা গ্রেফতার

Home Page » সারাদেশ » গোপালগঞ্জে শিশু জয় হত্যার অভিযোগে সৎ মা গ্রেফতার
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি

ফয়সাল হাবিব সানি, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ৭ বছরের শিশু জয় বিশ্বাসকে নিখোঁজের ২ দিন পর ওই গ্রামের পাশের পুকুরে ভাসমান অবস্থায় মৃত উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সৎ মা আঁখি বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৪ ডিসেম্বর) ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়৷

এ ব্যাপারে পুলিশ বঙ্গ-নিউজ ডট কমকে জানান, পারিবারিক দ্বন্দ্ব ও কলহের জের ধরে সৎ মা আঁখি বিশ্বাস তার সৎ ছেলে জয় বিশ্বাসকে হত্যা করে পুকুরে ফেলে দেন। এ ঘটনায় আঁখি বিশ্বাস গোপালগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেশ করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে খেলতে বের হয়ে শিশু জয় আর ফিরে আসে না। এরপর এলাকার বিভিন্ন স্থানে খবরাখবর নিয়েও তার কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় ওই শিশুর পিতা গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরি দাখিল করেন।

পরে শনিবার (৩০ নভেম্বর) সকালে ওই গ্রামের পাশের পুকুরে জয়ের মৃতদেহ পানিতে ভাসতে দেখেন এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫২   ৬৩২ বার পঠিত   #  #  #  #  #