বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
ভাঙ্গায় চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় রুমা বেগম (৪৫) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত রুমা বেগম পৌর সদরের হোগলাডাঙ্গী গ্রামের আব্দুল বারেক মাতুব্বরের মেয়ে ও পৌরসদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামের সৌদি প্রবাসী আলী মাতুব্বরের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানাযায়, গত সোমবার স্বামীর বাড়ীতে রাতের খাবার খেয়ে ছেলে-মেয়েদের নিয়ে শোবার ঘরে যায়। বিষ খাওয়ার পর যন্ত্রনায় কাঁতরালে ছেলে-মেয়েদের ডাক-চিৎকারে আশপাশের সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতী হওয়ায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে থাকা বাবা আলী মাতুব্বরের দীর্ঘদিন কোন খোঁজ-খবর না থাকায় ও নিহত মা রুমা বেগমের মৃত্যুতে চার ছেলে-মেয়ে সহ পরিবারের আর্তনাদে আকাশ ভারী হয়ে পড়েছে। লাশটি ফরিদপুর থেকে আনার পর বুধবার সন্ধ্যায় দাফন করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:৪৭:১৭ ৮৪০ বার পঠিত #ফরিদপুর #ভাঙ্গা #রহস্যজনক মৃত্যু