তোহা,বঙ্গ-নিউজ ডটকমঃ ২য় একদিনের ম্যাচ এ পাকিস্তান কে ৩৭ রান এ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ । ২৩৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান । দলীয় ৩৭ রানে শেহজাদ বিদায় নেন। আরেক ওপেনার নাসির জামশেদ করেন ৫৪ রান। শেষ দিকে উমর আকমলের ৫০ রান কিছুটা প্রতিরোধ করলেও ১৯৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিইংস। সুনীল নারিন ২৬ রানের বিনিময়ে নেন ৪ উইকেট । এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে ২৩২ রানে বেধে দেন পাকিস্তানি স্পিনাররা।ওয়েস্ট ইন্ডিজ: ২৩২/৮ (৫০ ওভার) প্রথম ওভারেই ক্রিস গেইলের (১) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সফরকারী পেসার মোহাম্মদ ইরফান। জনসন চার্লসকে নিয়ে ড্যারেন ব্রাভো ৭৯ রানের জুটি গড়ে এই ধাক্কা সামাল দেন। গত ম্যাচের সেরা পারফরমার শহীদ আফ্রিদি এই জুটি ভাঙেন। ৩১ রানে সাজঘরে ফিরেন চার্লস। ড্যারেন ব্রাভো ১২তম ফিফটি গড়লেও ব্যাটসম্যানরা পাকিস্তানি ঘূর্ণিতে বিপদে পড়ে। বাঁহাতি এই ব্যাটসম্যান ৫৪ রানের সেরা ইনিংস খেলেন। সাঈদ আজমলের কাছে উইকেট বিলিয়ে দেন ব্রাভো। মারলন স্যামুয়েলসকেও (২১) সাজঘরে ফেরান আজমল। আফ্রিদি দ্বিতীয় উইকেট তুলে নেন লেন্ডি সিমন্সকে ফিরিয়ে। ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভো পাঁচ বাউন্ডারিতে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন। স্বাগতিকদের সংগ্রহে আরও অবদান রাখে কাইরন পোলার্ডের ৩০ রান। আজমল ও আফ্রিদি দুটি করে উইকেট দখল করেন। একটি করে নেন আসাদ আলী ও মোহাম্মদ ইরফান।
বাংলাদেশ সময়: ৫:২৫:০৫ ৪০৭ বার পঠিত