সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
গাঙুরের জল - ম, বজলুর রাহমান
Home Page » প্রথমপাতা » গাঙুরের জল - ম, বজলুর রাহমান
বাসি বিছানায়
ভাঙা কাঁচের চুড়ি
স্পর্শের থির বিজুরী।
অপেক্ষার সীমানায়
এখন, লু হাওয়া; ধূসর পরবাস।
কিছু বিম্বিত দীর্ঘশ্বাস।
প্রবাসীর প্রোষিতভর্তৃকা
দূরে; এই নিদারুণ মরুশহরে
আমিও একা
জিজীবিষায়।
জাগরণে সমাপ্তি
অফুরাণ রাত্রি।
শূন্যময় ফুলের অরণ্যে, তোমার।
আছে জানি, অনন্ত সুধাসাগর।
বৃন্তের উন্মেষে, স্তাবকেরা
অপলক, চোখ,
গলে গলে রাধাচূড়া।
তবু, ললনা; পথ ভুলনা,
ভুলনা, ভুলনা…
শিথিল কর না, রাঙা আঁচল।
গাঙুরের জল, রেখো টলমল।
——————————-
৩০ শে নভেম্বর. ২০১৯।
বাংলাদেশ সময়: ৯:৪৭:৫১ ৮৬৭ বার পঠিত #বাংলা আধুনিক কবিতা #বাংলাদেশী কবিতা #শ্রেষ্ঠ বাংলা কবিতা