সোমবার, ২ ডিসেম্বর ২০১৯

সাভারে স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Home Page » প্রথমপাতা » সাভারে স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোমবার, ২ ডিসেম্বর ২০১৯



নিজস্ব প্রতিনিধি

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: আত্মপ্রকাশের ০১ বছর পূর্তি উপলক্ষে ঢাকার সাভারে ৩০ নভেম্বর ২০১৯ শনিবার কবিতা, গাণ ও আড্ডায় স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো: আব্দুল কাদের তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জসিম উদ্দিন পরিষদের সভাপতি বীর মুক্তিযাদ্ধা কবি আ খ ম সিরাজুল ইসলাম, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব স্মরণ সাহা। সংগঠনের সভাপতি শাহানা জাহান সিদ্দিকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রন্জন শিশিরের নান্দনিক উপস্থাপনায় আবৃত্তি করেন শিশু শিল্পী তারান্নুম, তানভী, তাসাউফ, ইসরাত, আলিমু- রামিজা, তুলতুল। বড়দের মাঝে ঈশিতা সারোয়াৎ মীম, নাহিদ আফরোজ ইতু, রিনি আফরোজ, শায়লা জামান সুমি, আকলিমা আজাদ প্রার্থনা, আ খ ম সিরাজুল ইসলাম এবং মো. আব্দুল কাদের তালুকদার। নিজস্ব প্রতিনিধি

সংগীত পরিবেশনায় ছিলেন সরকার একান্ত ঐতিহ্য, যুথি দাশ, স্বর্নালী, নওমী, মো. আলী আজম, মোজাম্মেল সাখাওয়াত, তালাত মাহমুদ তুহিন, শাহেদুল আমিন শাহেদ, ফারজানা জলি, তিমির রায় এবং মো. ফরিদুল ইসলাম। ‘শুদ্ধ স্বরে মুক্তির স্বপ্ন’ স্লোগান সাভারে আবৃত্তি শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নানাবিধ কর্মসূচীর মাধ্যমে ইতিমধ্যে সাভারের সংস্কৃতি অংগনে স্বল্প সময়ে স্থান করে নিয়েছে স্বপ্নস্বর। প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ৯:৩৭:০২   ৭১৪ বার পঠিত   #  #  #  #