সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
কবিতা ক্যাফেতে কবি এ কে এম আবদুল্লাহ’র একক কবিতা সন্ধ্যার আয়োজন ৩ডিসেম্বর
Home Page » বিনোদন » কবিতা ক্যাফেতে কবি এ কে এম আবদুল্লাহ’র একক কবিতা সন্ধ্যার আয়োজন ৩ডিসেম্বর
বঙ্গ-নিউজঃ কবি এ কে এম আবদুল্লাহ’র কবিতা নিয়ে আগামী ৩ডিসেম্বর ঢাকায় কবিতা ক্যাফেতে আয়োজন করা হয়েছে তার একক কবিতা সন্ধ্যার। আবৃত্তি করবেন রূপা চক্রবর্তী, নাজমুল আহসান, মজুমদার বিপ্লব, মাসুম আজিজুল বাসার সহ আরো অনেক গুণী আবৃত্তিশিল্পীবৃন্দ। এ কে এম আবদুল্লাহ ইতোমধ্যে কবিতায় এক আলাদা চিত্রকল্প ফুটিয়ে তোলার মাধ্যমে কবিতাপ্রেমী ও কবিতাবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার প্রায় বিশটি কবিতার সমন্বয়ে আয়োজিত এই একক কবিতা সন্ধ্যার আয়োজনে আছে সাহিত্য সংগঠন বহতাএবং মিডিয়া পার্টনার বঙ্গ-নিউজ Live । ,
বাংলাদেশ সময়: ০:৩০:২৭ ১০১৫ বার পঠিত #এ কে এম আবদুল্লা্ কবিতা #কবিতা ক্যাফে