
রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
কবি মেরিনা সঈদ এর লেখা ছোটদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম গ্রন্থের পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠিত
Home Page » ফিচার » কবি মেরিনা সঈদ এর লেখা ছোটদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম গ্রন্থের পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠিত
বঙ্গ-নিউজঃ ৩০ শে নভেম্বর২০১৯ শনিবার ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কবিতা ক্যাফে কাঁটাবন ঢাকায় মেরিনা সঈদ এর রচিত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক গ্রন্থের উপর পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠিত হয় পাঠ-প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাশরুরা লাকী, সেলিনা শেলী, শাহনাজ পারভীন, ড.সেলিমা সাঈদ,মোঃ আব্দুল মান্নান, কবি ফারুক হাসান। কবি নাহিদা আশরাফি,ড.গোলাম মোস্তফা , কথা সাহিত্যিক মাসুদ আহমেদ মাননীয় বিচারপতি এস এম এ মুজিবুর রহমান ।পাঠ প্রতিক্রিয়ায় বিশেষ বিবেচনায় চারজন নারী কবি কে পাঠ প্রতিক্রিয়ার উপরে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক মাসুদ আহমেদ প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাননীয় বিচারপতি এসএমএ মজিবুর রহমান ।বিশেষ অতিথি কবি ফারুক হাসান। মূল আলোচনা গ্রন্থনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডঃ গোলাম মোস্তফা । লেখক এবং কবি বাঙাল আবু সঈদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মেরিনা সঈদ এর বক্তব্য সহাস্য উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়ে দেয়। সৃজনী ললিতা একাডেমীর সভাপতি নাঈম আহমেদ ও তার শিল্পীদের হারানো দিনের গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৬:০৮ ৬৩০ বার পঠিত # #ছোটদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম #মেরিনা সঈদ