
রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
মধ্যনগরে সাজাপ্রাপ্ত আসামী সমর ট্যাবলেট গ্রেফতার
Home Page » সারাদেশ » মধ্যনগরে সাজাপ্রাপ্ত আসামী সমর ট্যাবলেট গ্রেফতার স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ আজ সকাল ১০ টায় মধ্যনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নয়াপাড়ার মৃত সচীন্দ্র সরকারের ছেলে চুরির দায়ে সাজাপ্রাপ্ত আসামী সমর সরকার ওরফে ট্যাবলেট(৩০) কে তেলীপাড়া থেকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ সময়: ২০:৪৫:৪৩ ১১৪৪ বার পঠিত #আসামী #চুর #সমর ট্যাবলেট #সাজাপ্রাপ্ত