রবিবার, ১ ডিসেম্বর ২০১৯

মধ্যনগরে সাজাপ্রাপ্ত আসামী সমর ট্যাবলেট গ্রেফতার

Home Page » সারাদেশ » মধ্যনগরে সাজাপ্রাপ্ত আসামী সমর ট্যাবলেট গ্রেফতার
রবিবার, ১ ডিসেম্বর ২০১৯



সাজাপ্রাপ্ত আসামী সমর সরকার ওরফে ট্যালেট স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ  আজ সকাল ১০ টায় মধ্যনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নয়াপাড়ার মৃত সচীন্দ্র সরকারের ছেলে চুরির দায়ে  সাজাপ্রাপ্ত আসামী  সমর সরকার ওরফে ট্যাবলেট(৩০) কে    তেলীপাড়া থেকে গ্রেফতার করেছে।

মধ্যনগর থানা পুলিশের এস আই সোহেল আহমেদ জানান, নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানায় ৬ ডিসেম্বর ২০১৪ সালে চুরির দায়ে দায়েরকৃত মামলার৩৮০/৪৬১ ধারায় গ্রেফতারকৃত আসামী সমর সরকার কে নেত্রকোণা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান দুটি ধারায় ২ বছরের কারাদন্ডে দন্ডিত করেন।এই মামলায় আজ সকাল ১০ টায় তেলীপাড়া থেকে সমর কে আমরা গ্রেফতার করেছি।গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৪৩   ১১২৩ বার পঠিত   #  #  #  #