রবিবার, ১ ডিসেম্বর ২০১৯

বাসচাপায় মিম-রাজীবের মৃত্যু, দুই বাসচালকসহ ৩ জনের যাবজ্জীবন

Home Page » আজকের সকল পত্রিকা » বাসচাপায় মিম-রাজীবের মৃত্যু, দুই বাসচালকসহ ৩ জনের যাবজ্জীবন
রবিবার, ১ ডিসেম্বর ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসচালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং সহকারী কাজি আসাদ। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দুই চালক। তবে তাদের সহকারী পলাতক রয়েছেন।

এদিকে জাবালে নূর পরিবহনের মালিক জাহাঙ্গীর আলম ও সহকারী এনায়েত হোসেনকে খলাস দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। আহত হন আরো ১০ থেকে ১৫ শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন দুপুরে চালক ও তাদের সহকারীরা বেশি লোক ওঠানোর লোভে যাত্রীদের কথা না শুনে এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা না করে জিল্লুর রহমান উড়াল সড়কের ঢালের সামনে রাস্তা ব্লক করে দাঁড়ান। এ সময় আরেকটি বাসের চালক মাসুম বিল্লাহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪ থেকে ১৫ শিক্ষার্থীর ওপর বাসটি উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪২   ৫৭৭ বার পঠিত   #  #  #  #  #