রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
ভাঙ্গায় মোবাইল মার্কেটের দোকানে আগুন লেগে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় মোবাইল মার্কেটের দোকানে আগুন লেগে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় সায়মা টেলিকম এ্যান্ড সার্ভিসিং সেন্টার নামক একটি মোবাইলের দোকানে আগুন লেগে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ১১ টার দিকে পৌর মোবাইল মার্কেটে অবস্থিত দোকানটিতে বৈদ্যুতিক গোলযোগের জন্য আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার ভাঙ্গা বাজারে সাপ্তাহিক বন্ধ থাকে। দুই-তিনটি মোবাইলের দোকান আংশিক খোলা ছিল। দোকানটি বন্ধ থাকা অবস্থায় আগুন লেগে মুহুর্তেই লেলিহান ছড়িয়ে পড়ে। এতে ভেতরের সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় দোকান মালিক বিপ্লব জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যাই। সোয়া ১১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি দোকানে থাকা প্রায় ১০ লক্ষাধিক টাকার মোবাইল ও যন্ত্রাংশ পুড়ে গেছে। প্রায় বিশ হাজার টাকা নগদ ক্যাশ ছিল বলেও তিনি জানান। এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মো. সজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় চার-পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪:৪৯:১৫ ১২৭৯ বার পঠিত #আগুন #ফরিদপুর #ভাঙ্গা