শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
ভাঙ্গায় বাসের চাপায় ট্রাক চালক নিহত, মহাসড়ক অবরোধ
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় বাসের চাপায় ট্রাক চালক নিহত, মহাসড়ক অবরোধ
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ফালগুনি পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দাড়িয়ে থাকা ট্রাকের চালক শহিদুল (২৮) নিহত হয়েছে।
নিহত ট্রাকের চালক ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে ।
পুলিশ সুত্রে জানাযায়, শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের লোহারদিয়া নামক স্থানে রেল সড়কের বালু বহনকারী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে দাড়িয়ে ছিল। ট্রাকের যান্ত্রিক ত্রুটি সারাতে ট্রাকের নিচে চালক কাজ করা অবস্থায় পিছন দিক থেকে আসা খুলনাগামী ফালগুনি পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৩৭৯৮) দ্রুত গতিতে ওভার টেক করতে গেলে ট্রাকটিকে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রাতেই খুলনা-ঢাকা মহাসড়কের ভাঙ্গা পৌরভবনের অদুরে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি সড়কে ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ জনতা পরিবহন চালককে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী জানায়।
ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পরিবহন বাস ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে পরিবহনের চালক ও হেলপার পলাতক। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবী পূরণে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২৩:১৮:১৪ ৭১২ বার পঠিত #ট্রাক চালক নিহত #ফরিদপুর #ভাঙ্গা