বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

হত্যার আড়াই মাস পর মরদেহ উদ্ধার, স্বামী-সতীনসহ গ্রেফতার ৪

Home Page » আজকের সকল পত্রিকা » হত্যার আড়াই মাস পর মরদেহ উদ্ধার, স্বামী-সতীনসহ গ্রেফতার ৪
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯



---

ফজলুল হক,বঙ্গ নিউজ:  আড়াই মাস আগে গাজীপুরের কালিয়াকৈরে তৃতীয় স্ত্রী ফরিদা খাতুনকে (৪২) শ্বাসরোধে হত্যার পর মরদেহ সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখার রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকায় তার স্বামী ও সতীনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় একটি বাগান বাড়ির সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফরিদা খাতুন পাবনা জেলার আতাইখোলা থানার শিমুলচারা এলাকার ফজল প্রামানিকের মেয়ে। তিনি একই উপজেলার শ্রীপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মনসুর আলীর তৃতীয় স্ত্রী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মনসুর আলী কালিয়াকৈর উপজেলার চান্দরা খাজারডেক এলাকায় একটি বাগানের কেয়ারটেকার। তিনি ওই বাগান বাড়িতে তৃতীয় স্ত্রী ফরিদাকে নিয়ে বসবাস করতেন। গত আড়াই মাস আগে মুনসুর তার স্ত্রী ফরিদাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ একটি সেফটিক ট্যাংকে লুকিয়ে রাখে। পরে প্রচারণা চালায় যে, তার স্ত্রী অন্যের সাথে চলে গেছে।

এ ঘটনার পর নিহত ফরিদার ছোট বোন গত ৪ নভেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মুনসুরের প্রথম স্ত্রী ও ছেলেসহ তিনজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়া থানার শিমুলিয়া দীঘিরপাড় এলাকার একটি বাড়ি থেকে মুনসুরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনসুর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এছাড়া তার দেয়া তথ্যমতে বাগান বাড়ির একটি সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৭   ৪২০ বার পঠিত