বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
আওয়ামীলীগ থাকলে দুঃখী-গরিব মানুষের ভাগ্যের পরিবর্তণ হয় -কাজী জাফর উল্লাহ্
Home Page » প্রথমপাতা » আওয়ামীলীগ থাকলে দুঃখী-গরিব মানুষের ভাগ্যের পরিবর্তণ হয় -কাজী জাফর উল্লাহ্ব্যুরো চিফ, ফরিদপুরঃ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্ বলেছেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ একমাত্র দল, যারা থাকলে দুঃখী-গরিব মানুষের ভাগ্যের পরিবর্তণ হয়।”
বুধবার ফরিদপুরের ভাঙ্গা সরকারী কেএম বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতা কালীন সময়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “যারা রাজনীতি করে গরিব-দুঃখীর জন্য, তারাই প্রকৃত রাজনীতিবিদ।” এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার সাথে থাকার আহ্বান জানান । ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সভায় ডাঃ কমল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, হাজী সোবাহান মুন্সি প্রমুখ। অনুষ্ঠানে প্রার্থীদের সমর্থকেরা বড় বড় মিছিল এনে বিভিন্ন শ্লোগানে পরিবেশ মুখরিত করে রাখে।
বাংলাদেশ সময়: ২১:১৫:২২ ৭০৬ বার পঠিত #কাজী জাফর উল্লাহ্ #ফরিদপুর #ভাঙ্গা