বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর
Home Page » জাতীয় » ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর
বঙ্গ-নিউজঃ তিন জেলার তিন উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত তপশিল অনুযায়ী-চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া, ভোলার চরফ্যাশনের নুরাবাদ ও আহাম্মদপুর এবং কুমিল্লা সদর দক্ষিণের গলিয়ারা (উত্তর) ও গলিয়ারা দক্ষিণ ইউপিতে ভোটের সময়সূচি দেওয়া হয়েছে।
ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ ৬ থেকে ৮ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৩ ডিসেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।
নির্বাচনে আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করেছে ইসি। এক অফিস আদেশে নির্বাচন কমিশন জেলা, উপজেলা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সরকারি ছুটির দিনও খোলা রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ সময়: ৯:১০:২১ ৬৬৩ বার পঠিত # #ইউনিয়ন #ইউপি #ডিসেম্বর #নির্বাচন #পরিষদ