শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
মধ্যনগর থানা আওয়ামীলীগের কমিটির অনুমোদন
Home Page » সারাদেশ » মধ্যনগর থানা আওয়ামীলীগের কমিটির অনুমোদনস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা আওয়ামীলীগের কমিটির অনুমোদন করা হয়েছে।শুক্রবার (২৩ নভেম্বর) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবীর এই কমিটির অনুমোদন করেন।
এতে সভাপতি মনোনিত হয়েছেন গিয়াস উদ্দিন নুরী এবং সাধারন সম্পাদক মনোনিত হয়েছেন পরিতোষ সরকার।
নবগঠিত কমিটির সভাপতি গিয়াস উদ্দিন নুরী বলেন, আমাকে মধ্যনগর থানা আওয়ামীলীগের সভাপতি মনোনিত করায় আমি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এম.এনামুল কবীর ইমন প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।সেই সাথে মধ্যননগর অঞ্চলের তৃণমূল মানুষের কাছে আমি চির কৃতজ্ঞ।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:১৩ ১৯৪৯ বার পঠিত #মধ্যনগর থানা আ.লীগ