শনিবার, ২৩ নভেম্বর ২০১৯

আলো চাই - ম, বজলুর রাহমান

Home Page » বিনোদন » আলো চাই - ম, বজলুর রাহমান
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯



 

 ম,বজলুর রাহমান

 

কতটুকু জানো-
রাখো খোঁজ। রোজ রোজ
গজবে গুজবে; সাঁতলানো
জীবন। ঝলসানো
দিনরাত্রি।
বন্ধু, সহযাত্রী।

কখনো, খেঁড়ু
’ম্যান ছেরু
মিয়া।’ দিনেমার শতকিয়া।
কেউ, বাজায়
ডুগডুগি। ঢিমেতেতালা
বাঁদরনাচের বন্দিশালা,
লুপ্ত পাঁজায়।

ঘুম ভাঙলে দেখি
মেঘ, ঝঞ্ঝা দাবানল-
বিশ্বময়, ধস্ত ভূগোল।
খেঁকি
অয়স্কান্ত মনি
আদিগন্ত নিষেধ তর্জনী।

আলো চাই; আলো
চাই, আলো…
দু’হাতের মার্জনায়
আর কিছু নয়।
——————————
২৩ নভেম্বর , ২০১৯।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:২৫   ৬৭৬ বার পঠিত   #  #  #