শনিবার, ২৩ নভেম্বর ২০১৯

আমি এক পরাজিত সৈনিক- জালাল উদ্দিন নলুয়া

Home Page » সাহিত্য » আমি এক পরাজিত সৈনিক- জালাল উদ্দিন নলুয়া
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯



ফাইল ছবি

কবিতা-

আলোর প্রত্যাশী হয়ে যতবার করেছি
যাত্রা,অমাবস্যার ঘন অন্ধকারে-ঝিঁ ঝিঁ
পোকাও আমায় দেয়নি আলোর হাতছানি।

পিপাসার্ত হয়ে ছুটেছি যখন জীবন
যুদ্ধে-ভিস্তি ওয়ালার সাক্ষাৎ পাইনি
মরুময় জীবনে মরীচিকাও হয়নি দর্শন।

ভীষন দূর্বিপাকে পড়ে যখন
চৈত্রের মাঠ ফাটা রৌদ্রে ছুটেছি
শান্তির খোঁজে কোকিল ও দেয়নি কুহতান।

আমি তাই জীবন মঞ্চে একক অভিনেতা।
এক পরাজিত সৈনিক বারংবার হতাশায় ঘুরে
ইহকালেই অহরহ শুনছি ইয়ানফসি ইয়ানফসি।।

---

বাংলাদেশ সময়: ২:২৩:৪৪   ১৭০৯ বার পঠিত   #  #  #  #  #  #