বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

মধ্যনগরে চৌকিদারের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগ

Home Page » সারাদেশ » মধ্যনগরে চৌকিদারের বিরুদ্ধে ইউপি সদস্যদের অভিযোগ
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯



---

বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা  ইউনিয়নের হামিদপুর গ্রামের দুই চৌকিদারের  অনৈতিক কর্মকান্ডে জর্জড়িত গ্রামবাসী।এই নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী সহ স্থানীয় ইউপি সদস্য।

স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়া অভিযোগে উল্লেখ করেন, বিগত দুুই বছরধরে  হামিদপুর গ্রামের দুই  চৌকিদার  মৃত হাসন আলীর ছেলে আবুল কালাম ও চাঁনবক্স মিয়ার ছেলে আজিম উদ্দিন টাকার বিনিময়ে জোয়া খেলার আসর বসানো,ক্ষমতার অপব্যহার করে চাঁদাবাজি,জনমনে আতংক সৃষ্টি,মাদক ব্যাবসা সহ সকল প্রকার অনৈতিক কাজের মাধ্যমে হামিদপুর গ্রামের যুব সমাজকে ধ্বংসের খেলায় মেতে ওঠেছে চৌকিদার আবুল কালাম ও আজিম উদ্দিন ।
তাদের এই অনৈতিক কাজের প্রতিবাদ করলে গ্রামের সুশীল সমাজ থেকে শুরু করে সাধারন মানুষকে গালিগালাজ,  হুমকি প্রদর্শন ও মিথ্যা মামলা দিয়ে তারা গ্রামবাসীকে বার বার হেনস্তার শিকার করার পায়তারা করে আসছে । এদের অনৈতিক কর্মকাণ্ডে গ্রামবাসী অতিষ্ঠ।

এই বিষয়ে চৌকিদার আবুল কালাম ও আজিম উদ্দিন এর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে হামিদপুর গ্রামবাসী ও স্থানীয় ইউপি সদস্য চাঁন মিয়া বাদী হয়ে বংশীকুন্ডা (দঃ) ইউপি চেয়ারম্যান এবং ধর্মপাশা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১:০৩:০৮   ১৪০৪ বার পঠিত   #