বুধবার, ২০ নভেম্বর ২০১৯

পুলিশ ও সাংবাদিক একে অপরের বন্ধু,

Home Page » সারাদেশ » পুলিশ ও সাংবাদিক একে অপরের বন্ধু,
বুধবার, ২০ নভেম্বর ২০১৯



 ফাইল ছবি

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

পুলিশ ও সাংবাদিক একে অপরের বন্ধু। সাংবাদিকগন সমাজের দর্পণ। সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা তুলা ধরা সাংবাদিকের দায়িত্ব। একই সাথে সঠিক ভাবে জনগণের বিপদে পাশে থাকাও পুলিশের দায়িত্ব।

উভয়েই একই পথের পথিক। একে অন্যের অসহযোগীতা ছাড়া চলা সম্ভব নয়। এমন মন্তব্যে করছেন সদ্য যোগদানকৃত নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার।

তিনি বুধবার বেলা ১১টার সময় পোরশা থানায় উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত কালে এসব কথা বলেন। তিনি আরোও বলেন, পুলিশ ও সাংবাদিকের মধ্যে কোন দুরত্ব থাকবেনা। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি জনগনের মধ্যে সু-সম্পর্ক স্থাপন, আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রন সহ জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় সেখানে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন, সদ্য যোগদানকৃত (ওসি তদন্ত) নীরেন্দ্রণাথ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি কামরুজ্জামন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইসাউল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাংবাদিক সালাউদ্দীন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, বিনয় কুমার ৩৪ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং গত ১৭নভেম্বর-১৯ ইং তারিখ রবিবার বেলা ১১ টায় তিনি সাপাহার সার্কেলে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২২:০৩:২১   ১০৫৬ বার পঠিত   #  #  #  #