মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

ভাঙ্গায় লবণ সংকট গুজবে আকস্মিক ক্রেতাদের ক্রয়ের হিড়িক

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় লবণ সংকট গুজবে আকস্মিক ক্রেতাদের ক্রয়ের হিড়িক
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯



লবণ ও ক্রেতা

সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ভাঙ্গা পৌর বাজার সহ স্থানীয় বাজার গুলোতে ‘দেশে লবণ সংকট’ গুজবের ভিত্তিতে হাজার হাজার ক্রেতাদের আকস্মিক ক্রয়ের হিড়িক পড়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে ভাঙ্গা বাজারে স্থানীয় সহ দূর-দূরান্ত থেকে আসা সাধারণ ও পাইকারী ক্রেতারা কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি দরে ক্রয় করেছেন। সরেজমিনে, বাজারের পাইকারী দোকান ও বিভিন্ন কোম্পানীর পরিবেশকদের কাছ থেকে লবণ ক্রয় করে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য ভ্যান, নসিমন, অটোসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করতে দেখা যায়। গুজবের পর বাজারে ক্রয় করতে আসা কয়েকজন ক্রেতারা বলেন, দেশে লবণের সংকট শুরু হয়েছে শুনে প্রতি কেজি ৩৫ টাকার লবণ ৫০ টাকা এবং আরও বেশি দরে লবণ ক্রয় করে নিচ্ছি। গুজব কিনা সঠিক ঘটনা জানিনা। ভাঙ্গা বাজারের বেশ কয়েকজন মুদি দোকান থেকে বিক্রেতারা বলেন, পাইকারী ব্যবসায়ীরা লবণ সংকটের কথা জানালে আমরা বেশি দামে লবণ ক্রয় করেছি। সকালে প্রতি বস্তা ছয়শ টাকা করে ক্রয় করলেও বিকালেই প্রতি বস্তা আটশ থেকে নয়শ টাকা করে নিয়েছে। এর জন্যই বেশি দামে লবণ বিক্রয় করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে বাজার মণিটরিং অভিযানে বের হয়েছি। গুজবের বিষয়ে জনসচেতনতার জন্য সন্ধ্যায় মাইকিং করা হয়েছে। এতসবের পরেও অতিরিক্ত লবণ ক্রয়ে ক্রেতাদের নিবৃত করা যাচ্ছেনা বলে স্থানীয়রা মতামত প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৩৭   ৬৩৫ বার পঠিত   #  #  #  #