মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ

Home Page » সংবাদ শিরোনাম » নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে সোমবার থেকে মেহেরপুরে আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর মুজিবনগর সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে দূরপাল্লার কয়েকটি বাস ছেড়ে গেলেও দশটার পর বাস চলাচল বন্ধ থাকবে বলে জানায় মোটরশ্রমিকরা।

পূর্ব ঘোষণা ছাড়া আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকে ফিটনেসবিহীন নসিমন, করিমন, ইজিবাইক, আলগামনসহ বিভিন্ন উপায়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাতায়াত করছেন।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চালকরা। তারা সড়ক পরিবহন আইনের বেশ কিছু ধারা সংশোধন চান। এটা ইউনিয়নের কোন সিদ্ধান্ত নয়। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রমিক নেতারা বৈঠকে বসবেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:২৮:০৭   ৬৯৯ বার পঠিত   #  #  #  #  #  #