রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
২৭ নভেম্বর হলি আর্টিজান হামলা মামলার রায়
Home Page » সংবাদ শিরোনাম » ২৭ নভেম্বর হলি আর্টিজান হামলা মামলার রায়
বঙ্গ-নিউজঃ রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায় ২৭ নভেম্বর ঘোষণা করা হবে।রোববার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ দিন ধার্য করেন।
রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হয়। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় (স্প্যানিশ রেস্তোরাঁ) হামলা চালায় জঙ্গিরা। এতে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা।
দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর ২০১৮ সালের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। চিহ্নিত বাকি ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তদন্তকারী কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮:১২:২৮ ৯৪৫ বার পঠিত # #আর্টিজান #জঙ্গি #হলি #হামলা