রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

জাককানইবি এর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

Home Page » প্রথমপাতা » জাককানইবি এর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯



ফাইল ছবি

সৌরভ বর্মন গৌতম জাককানইবি প্রতিনিধিঃ ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৭ নভেম্বর রবিবার থেকে। এ বিষয়ে শনিবার দুপুর ১২টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রথমবারের মতো এ বছর এমসিকিউর পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষাও। নতুন পদ্ধতিতে দেড় ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার সময় ৫০ মিনিট এবং লিখিতপরীক্ষার সময় ৪০ মিনিট।এমসিকিউর ৭৫ নম্বরের পরীক্ষায় প্রতি প্রশ্নের নম্বর ১ তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০. ২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার মিডিয়া কমিটির সভাপতি অধ্যাপক ড. রশিদুন নবী এসব তথ্য জানান। পাঁচটি ইউনিটের মধ্যে ১৭ নভেম্বর ‘এ’ ইউনিট, ১৮ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৯ নভেম্বর ‘সি’ ইউনিট, ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটের মধ্যে ‘এ’, ‘বি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
পাঁচটি ইউনিটের আওতায় ২৩টি বিভাগে ১০৬০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৪,৮২২টি। গত ১ অক্টোবর থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ৩১ অক্টোবর রাত ১২টায়। ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, ছাত্রবিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, সহকারী প্রক্টর নজরুল ইসলাম ও মোহাম্মদ মিলন,অগ্নিবীণা হলের হাউস টিউটর মাজহারুল হোসেন তোকদার,দোলন চাঁপা হলের প্রভোষ্ট নুসরাত শারমিন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই। যথেষ্ট গোপনীয়তা ও নিয়ম রক্ষা করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়।পরীক্ষায় জালিয়াতি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১:৪৫:২৫   ৬৬৫ বার পঠিত   #  #  #  #