শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
সড়ক হোক নিরাপদ, হোক শান্তির, মৃত্যুর নয়, নাগরিকদের জন্য চাই নিরাপদ সড়ক
Home Page » আজকের সকল পত্রিকা » সড়ক হোক নিরাপদ, হোক শান্তির, মৃত্যুর নয়, নাগরিকদের জন্য চাই নিরাপদ সড়ক
ফজলুল হক, বঙ্গ নিউজ: আজ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গাজীপুর শাখা ও উত্তম দেব নিরাপদ সড়ক প্রচার অভিযান এবং সাহায্যের হাত যুব সংঘ’র উদ্যোগে, গাজীপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিক, যাত্রী ও পথচারীদের মধ্যে নতুন সড়ক পরিবহন আইন এবং সড়কে শৃংখলা, সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধে সকলের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টির বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন অফিসে পরিবহণ শ্রমিকদের সঙ্গে নতুন আইনের বিষয়ে মতবিনিময় সভার মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গাজীপুরের সাধারণ সম্পাদক এবং উত্তম দেব নিরাপদ সড়ক প্রচার অভিযানের কেন্দ্রীয় সমন্বয়ক হাসান ইউসুফ খান, বাপা গাজীপুরের যুগ্ম সম্পাদক মো:ফজলে নিজামী মনি এবং সাহায্যের হাত যুব সংঘ’র সভাপতি সায়েম সাকিবুল ইসলাম (সপ্নীল) বক্তব্য রাখেন। এই আয়োজনে উপস্থিত থেকে গ্রীন ভয়সে ও সাহায্যের হাত যুব সংঘের মাহমুদুল হাসান এবং হুমায়ুন কবির। অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষ থেকে চৌধুরী, সিরাজ, হানিফ ও বাচ্চু বক্তব্য রাখেন। এরপরে টার্মিনালে অপেক্ষমাণ যাত্রী ও পথচারীদের নিকট নতুন সড়ক পরিবহণ আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহণে সচেতনতা মূলক স্টিকার লাগানো হয়।
বাংলাদেশ সময়: ২২:০০:৫৫ ৮০২ বার পঠিত