বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলিতে ১মাদক ব্যবসায়ী আহত

Home Page » সারাদেশ » ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলিতে ১মাদক ব্যবসায়ী আহত
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯



 ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ
ঝিনাইদহের মহেশপুরে ছুরিকাঘাতের চেষ্ঠা কালে পুলিশের গুলিতে মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠ এ ঘটনা ঘটেছে। আহত মাদক ব্যবসায়ী উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, তারা গোপন সুত্রে জানাতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে ফেনসিডিলের একটি চালান বাংলাদেশে ঢুকেছে। গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। রাত দেড়টার দিকে যুগিহুদা গ্রামের মাঠে চোরাচালানীরা তাদের সামনে পড়ে।
তাদের ধরতে গেলে মনিরুল পুলিশকে ছুরিকাঘাত করার চেষ্ঠা করে। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা আছে।

বাংলাদেশ সময়: ২১:৩৪:০৩   ৭৩৩ বার পঠিত   #  #  #  #  #