বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

ভাঙ্গায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থীর ফরম ক্রয়

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থীর ফরম ক্রয়
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯



সভাপতি প্রার্থীর ফরম ক্রয়
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্’র তত্বাবধানে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মোঃ উজ্জল মিয়া চুমুরদী ইউনিয়নের সভাপতি প্রার্থীতার ফরম ক্রয় করেছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার নিকট থেকে ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় প্রায় দুই শতাধিক নেতা-কর্মী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন শ্লোগানে স্থানটি মুখরিত করে রাখলে এক আনন্দ ঘণ পরিবেশের সৃষ্টি হয়। এ বিষয়ে মোঃ উজ্জল মিয়া সাংবাদিকদের বলেন, আমি বিগত দিনে ছাত্রলীগে থাকা কালীন অবস্থায় বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছি। সবসময় আওয়ামী লীগের সাথে থেকে স্থানীয় নেতা-কর্মীদের সার্বিক সহযোগীতা করেছি। তাই আমি শতভাগ আশাবাদি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা কাজী জাফর উল্লাহ্ আমাকে যথাস্থানেই রাখবেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৩:৫২   ৯৫৩ বার পঠিত   #  #  #