সোমবার, ১১ নভেম্বর ২০১৯
মধ্যনগরে পুত্র সন্তানের মা হয়েছে এক পাগলী
Home Page » সারাদেশ » মধ্যনগরে পুত্র সন্তানের মা হয়েছে এক পাগলীস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার মধ্যনগর বাজরের কবরস্থানের পাশে আজ সোমবার(১১ নভেম্বর)কাকডাকা ভোরে প্রসব ব্যাথায় ছটফট করছিলেন এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে পাগলী।তার প্রসব ব্যাথা দেখে স্থানীয় কয়েকজন মিলে মধ্যনগর থানা মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা হাসনা আক্তার কে খবর দেয়।খবর শুনামাত্রই পরিবার কল্যাণ পরিদর্শিকা ছুটে আসার কয়েক মিনিটের ভিতরে ঘটনাস্থলে পাগলী জন্ম দেয় ফুটফুটে এক পুত্র সন্তানেরপরিবার কল্যাণ পরিদর্শিকা হাসনা আক্তার জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে কয়েকজন এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন মধ্যনগর বাজার সংলগ্ন কবরস্থানের পাশে এক পাগলী প্রসব ব্যাথায় ছটফট করছে। তারপর ঘটনাস্থলে পৌঁছার কয়েক মিনিটের মধ্যে পাগলী পুত্র সন্তানের জন্ম দেয়।প্রসবের সময় ঐ স্থানে থাকা নুরী পাথরের ঘষাতে বাঁচ্চাটির মাথায় আঘাত পেয়েছে।তারপর বাচ্চাটি কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্য ডালিশ মিয়ার মাধ্যমে আমি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি।তবে এখন বাচ্চা ও মা মোটামুটি সুস্থ আছেন।তবে এখন পর্যন্ত ঐ মানসিক ভারসাম্যহীন পাগলি ও তার পূত্র সন্তানের বাবার পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬:০৫:২০ ৮০১ বার পঠিত #মধ্যনগর পাগলী পুত্র