রবিবার, ১০ নভেম্বর ২০১৯

চতুর্থ তম আন্তর্জাতিক ‘টিউন অফ আর্ট’ফেস্টিভাল ২০১৯ শে পুরষ্কৃত হন জাককানইবির ধর্মনারায়ণ রায় ভানু

Home Page » বিনোদন » চতুর্থ তম আন্তর্জাতিক ‘টিউন অফ আর্ট’ফেস্টিভাল ২০১৯ শে পুরষ্কৃত হন জাককানইবির ধর্মনারায়ণ রায় ভানু
রবিবার, ১০ নভেম্বর ২০১৯



ফাইল ছবি

সৌরভ বর্মন গৌতম জাককানইবি প্রতিনিধিঃ চতুর্থ তম আন্তর্জাতিক ‘টিউন অফ আর্ট’ফেস্টিভালে পুরষ্কৃত হন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৭-১৮(এম.এ) বর্ষের শিক্ষার্থী ধর্মনারায়ণ রায় ভানু।ফোকাস বাংলাদেশ এই আর্ট ফেস্টিভালের আয়োজন করে।গত আট নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি-২ এ শিল্পী প্রফেসর জামাল আহমেদ ফেস্টিভালের শুভ উৎবোধন ঘোষণা করেন।উক্ত উৎবোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোকাস বাংলাদেশর প্রতিষ্ঠিতা কাউসার হোসেন।বাংলাদেশ,ভারত,নেপাল, পাকিস্তান, তুর্কি,কানাডা,চিন,ইরান,কসভো,আরব,ইটালি,ইন্দোনেশিয়া,অস্ট্রিয়া মোট সতেরোটি দেশের ২০০ জন চিত্রশিল্পী অংশ গ্রহণ করেন।আর্ট গ্যালারিতে তারা ওয়াটারকালার,এক্রেলিক,পেন,ওয়েল বিভিন্ন মাধ্যমের ছবি প্রর্দশনের সুযোগ পান।এবার ক্যালিওগ্রাফি প্রথম গ্যালারিতে প্রর্দশনের সুযোগ পায়।দেশ বিদেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক সমন্বয় ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।গ্যালারিতে প্রর্দশনী আগামী ১২ নভেম্বর পর্যস্ত চলবে।ী আগামী ১২ নভেম্বর পর্যস্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৪৮   ১৩৯৫ বার পঠিত   #  #  #  #