রবিবার, ১০ নভেম্বর ২০১৯

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

Home Page » আজকের সকল পত্রিকা » পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
রবিবার, ১০ নভেম্বর ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। প্রায় দেড় হাজার বছর আগে আজকের এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। বিশ্বের সকল মুসলমান এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটিকে পালন করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন সংগঠনের নেতারা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণী দিয়েছেন।

এ ছাড়াও আজ বাদ আসর আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করবে। বেলা সাড়ে ১১টায় বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি থাকবে।

বাংলাদেশ সময়: ১০:৪৮:৩৮   ৬৬২ বার পঠিত