শনিবার, ৯ নভেম্বর ২০১৯

বিদায় বেলা-গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » বিদায় বেলা-গুলশান আরা রুবী
শনিবার, ৯ নভেম্বর ২০১৯



---আজ আকাশে শ্রাবনধারা
কাঁন্নায় ভরে উঠেছে মেঘে মেঘে সুরে ঐ ধারায়,
বুক ভেসেছে চোখের জলে
পাখি উড়ে গেছে সোনার খাঁচা ছেড়ে।
প্রিয় মোদের ছেড়ে চলে গেছে অন্তরপুর
থেমে গেছে সকল প্রাণের সুর।
তোমার বিদায় বেলা কেঁদে ছিল লক্ষ লক্ষ মানুষ
আজোও তোমার পদধ্বনি বাজে সিলেটের মাটিতে।
যাহা তুমি লিখে গিয়েছ কাব্যিক ছন্দ
যাহা তুমি দিয়ে গিয়েছ উপন্যাস, ছড়া,
কবিতা, প্রবন্ধ আজকে আছে সেতো অম্লান।
তোমার লিখার হাজারো শুদ্ধ বাণীতে
হাজারো গীতি গানের সুরেতে
হয় আজ জয়ধ্বনি  ।
দেশের জন্য লিখেছো যে গান প্রতিদিন হয় সে গান
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ,
কোটি কোটি মানুষের কন্ঠে গায় সে গান ।
তোমার লিখা হাজারো স্বরলিপি ,
চন্দ্র গীতি বিরহের শত কথা বলি ,কালজয়ী গান ,
বেদনায় আহত করে অন্তর খানি।
তোমার কালজয়ী গানের সুরে
পৃথিবীর সবখানে মানুষের কন্ঠে হয় গান ,
তোমার মত আর কোন রবি আসবেনা এ ধরীত্রিতে জানি ।
ধন্য তোমার জন্মভুমি
ধন্য তোমার জন্ম ধাত্রীনি
পূর্ণ করে গেলে সবই
তোমার ভক্তের আমিও যে পাগল ,
তোমার রচিত গানের সুরে হয় আমার কান্নার বাদল ।
অসাধারণ কথার বাণী
সারা জীবন থাকবে জানি ,
অমৃত সুরের মূর্ছনায় তন্ময় হয়ে অনন্ত কাল
দোয়া করি হয় যেন ওগো স্বর্গেতে স্থান ।
ভক্তি আমার থাকিবে সদা তোমার কবিতায়
থাকিবে সারা জীবন ভর !
শ্রদ্ধার উত্তম স্থানে রবে তুমি নিরন্তর।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ ফুর্তিতে তাঁকে উৎস্বর্গ করে কবিতাটি লিখেছেন মানবতার কবি গুলশান আরা রুবী…
০৮ নভেম্বর ২০১৯ ইং…..

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১৮   ৮৩৫ বার পঠিত   #