শনিবার, ৯ নভেম্বর ২০১৯

কবি ও গীতিকার তাহমিনা বেগমের শুভ জন্মদিন

Home Page » বিনোদন » কবি ও গীতিকার তাহমিনা বেগমের শুভ জন্মদিন
শনিবার, ৯ নভেম্বর ২০১৯



তাহমিনা বেগম

আজ ৯ নভেম্বর কবি ও গীতিকার তাহমিনা বেগমের শুভ জন্মদিন। বঙ্গ-নিউজের পক্ষ থেকে কবির জন্য শুভেচ্ছা নিরন্তর। কবির প্রতি আমাদের শুভেচ্ছা তাঁরই লেখা কবিতা ও গান দিয়ে ।

এলোমেলো বাতাস নিত্য বহে চারদিকে
জীবনের দোলাচলে ঘূর্ণি উঠে
কখনো হাল্কাচালে, কখনো ভীষম খাই
অপবাদ আর অপমানের ঝড়ে।

থমকে যায় পৃথিবী,ভাবতে অবাক লাগে
আপনার চেয়ে আপন যে সে কেন ছলনায়!
পরম পূজনীয় ভেবে নতুন প্রত্যুষের আশে
কেন আঁখি ছলছল করে!

এতো আপন করেও বেষ্টিত হই অপবাদের জালে
এ জগতে তাহলে পূজিব কারে?
হে জগদাত্রী তুমিই একমাত্র আশ্রয়স্থল
তোমার তরেই ভাবি রেখো করে নির্ভার।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:০৪   ৯৪২ বার পঠিত   #  #  #