শনিবার, ৯ নভেম্বর ২০১৯
সংসদ চত্বরে এমপি বাদলের জানাজা ১০টায়
Home Page » জাতীয় » সংসদ চত্বরে এমপি বাদলের জানাজা ১০টায়বঙ্গ-নিউজঃ বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মরদেহ আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এরপর সেখানে সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার সকাল ১১টার দিকে মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে সড়কপথে রওনা হবে। বাদ আসর চট্টগ্রামের দারুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা হওয়ার কথা রয়েছে।
এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তার মরদেহবাহী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাংলাদেশ জাসদের প্রেসিডিয়াম সদস্য ডা. মুস্তাক হোসেন জানিয়েছেন।
উল্লেখ্য, ভারতের বেঙ্গালুরুর নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান চট্টগ্রামের সংসদ সদস্য বাংলাদেশ জাসদের নেতা বাদল।
বাংলাদেশ সময়: ১০:০৯:৪২ ৫৩৪ বার পঠিত # #এমপি #জানাজা #বাদল #সংসদ