মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৩
“জাগরণ মঞ্চের সমাবেশে পুলিশের বাধা (ব্লগার মারুফ রসুল)”
Home Page » জাতীয় » “জাগরণ মঞ্চের সমাবেশে পুলিশের বাধা (ব্লগার মারুফ রসুল)”বঙ্গ- নিউজ ডটকমঃ গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় সারা দেশে হরতালের সকালে গণজাগরণ মঞ্চের কর্মীদের শাহবাগে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করতে বাধা দিয়েছে পুলিশ।রায়ে বিক্ষুব্ধ মঞ্চের কর্মীরা মঙ্গলবার ভোরেই মিছিলের জন্য শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হন।যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত ছাত্র ও যুব সংগঠনগুলোও তাদের সঙ্গে যোগ দেন।
কিন্তু সকাল সাড়ে ৭টার দিকে মিছিল শুরুর পর পুলিশ তাদের বাধা দেয় বলে জানান মঞ্চের অন্যতম উদ্যোক্তা ব্লগার মারুফ রসুল।
তিনি জানান, মিছিল নিয়ে কাঁটাবন, মৎস্য ভবন ও হোটেল রূপসী বাংলা মোড় ঘুরে আসার পর শাহবাগে সমাবেশ করতে চাইলে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়।পুলিশ তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই থাকতে বলে।
শাহবাগের প্রজন্ম চত্বর ঘিরে কয়েকশ পুলিশ মোতায়েন থাকতে দেখা যায় এ সময়।
মিছিল সমাবেশে বাধার বিষয়ে জানতে চাইলে শাহবাগ পুলিশের পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বাধা দেয়া হয়নি, সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটাতে নিষেধ করা হয়েছে। তাদের বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে সরে যেতে অনুরোধ করেছি আমরা। তারপরও তারা খণ্ড খণ্ড মিছিল করেছে।”
পুলিশের সহকারীর কমিশনার শিবলী নোমান বলেন, “মানুষের ভোগান্তি এড়াতেই এ ব্যবস্থা নিতে হয়েছে।”
পুলিশের বাধায় শাহবাগ মোড় অবরোধ করতে না পারলেও পরে যাদুঘরের সামনে রাস্তার একটি অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন মঞ্চের কর্মীরা।
মারুফ রসুল জানান,গোলাম আযমের ফাঁসির দাবিতে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর ২০ পয়েন্টে অবস্থান নিয়েছেন মঞ্চের কর্মীরা।
শাহবাগের গণজাগরণ মঞ্চ ছাড়াও মিরপুর ১ ও ১০, পল্টন, যাত্রাবাড়ী, মালিবাগ, খিলগাঁও, আবদুল্লাহপুর, টেকনিক্যাল মোড়, মোহাম্মদপুর টাউন হল, আজিমপুর, সাভার ও নতুন বাজারে হরতালের সমর্থনে অবস্থান নিয়েছেন মঞ্চের কর্মীরা।
যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হলেও জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমকে বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় মোট ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ওই রায় ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা। বিকালে তারা সারা দেশে হরতালের ডাক দেন।
বাংলাদেশ সময়: ৯:৪৬:১৪ ৪৪৫ বার পঠিত