বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯

ভাঙ্গায় নকলের দায়ে ১০ পরীক্ষার্থী বহিস্কার

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় নকলের দায়ে ১০ পরীক্ষার্থী বহিস্কার
বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯



ভাঙ্গা উপজেলার গুগল ম্যাপ
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- চলমান জেএসসি/ জেডিসি পরীক্ষায় নকলের দায়ে ১০ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে ফরিদপুরের ভাঙ্গায় ব্রাম্মনকান্দা এস এ একাডেমী পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আঃ ছালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বহিস্কৃত ১০ জন পরীক্ষার্থীরা সবাই ভোকেশনালের ছাত্র-ছাত্রী। সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা মোঃ শাহ আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা সাংবাদিকদের বলেন, সকালে কেন্দ্র পরিদর্শণে গেলে পরীক্ষার্থীদের নকলের দায়ে বহিস্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৬   ১০৫৬ বার পঠিত   #  #  #  #