বুধবার, ৬ নভেম্বর ২০১৯

ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ৬ দিন পর গৃহবধূর গলিত মরাদেহ উদ্ধার

Home Page » বিবিধ » ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ৬ দিন পর গৃহবধূর গলিত মরাদেহ উদ্ধার
বুধবার, ৬ নভেম্বর ২০১৯



 ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃঝিনাইদহের মহেশপুরের ডাকাতিয়া গ্রামের মাঠ থেকে রিতু খাতুন (১৯) নামের এক গৃহবধূর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে পুলিশ উপজেলার ডাকাতিয়া লিচু বাগানের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। রিতু উপজেলার পদ্মরাজপুর গ্রামের সাগর তরফদারের স্ত্রী ও ডাকাতীয়া গ্রামের আব্দুর সবুরের মেয়ে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গত ৩১ অক্টোবর সকাল ৯টার সময় শ্বশুর বাড়ি যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয় রিতু খাতুন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলো। সকালে ডাকাতিয়া গ্রামের মাঠে লিচু বাগানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে পুলিশের ধারনা কয়েকদিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তবে কারা কেন তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮:১৬:০৩   ৬৪২ বার পঠিত   #  #  #  #  #