মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
মধ্যনগরে আ.লীগের প্রচার মিছিল
Home Page » সারাদেশ » মধ্যনগরে আ.লীগের প্রচার মিছিলস্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলন কে সফল করার লক্ষে মধ্যনগর থানা আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটি আজ(৫ নভেম্বর) বিকেলে প্রচার মিছিল বের করে।
মিছিলটি মধ্যনগর বাজারস্থ আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে আবার ঐ স্থানে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন থানা আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মাহবুব ফারুকী,সজল কান্তি সরকার, রুহুল আমিন খান, সঞ্জিব তালুকদার টিটু,রূপক কিরন তালুকদার প্রমুখ।এছাড়াও মিছিলি প্রায় দেড়শতাধিক লোকজন অংশগ্রহন করে।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:১৮ ৭৯৩ বার পঠিত #থানা া.লীগ #প্রচার মিছিল