মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
মিরপুরে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার
Home Page » বিবিধ » মিরপুরে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার
বঙ্গ-নিউজঃ রাজধানীর মিরপুরে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র ব্যবসায়ীর নাম জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই অস্ত্র ব্যবসায়ীকে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র সরবরাহ ও ব্যবসা করতেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৭টি অ্যামুনেশন্স জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ১১:৩৭:৫৬ ৫৩৬ বার পঠিত # #আগ্নেয়াস্ত্রসহ #গ্রেপ্তার #ব্যবসায়ী #মিরপুর