সোমবার, ৪ নভেম্বর ২০১৯
বরগুনার বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
Home Page » সংবাদ শিরোনাম » বরগুনার বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যুবঙ্গ-নিউজঃ বরগুনার পাথরঘাটায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের আমজেদ আলী খায়ের স্ত্রী হামিদা বেগম (৫০), তার ছেলে রাসেল (২৫) ও হামিদার দেবর দেলোয়ার হোসেন খান (৪৫)।
পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, দেলোয়ার বাড়ির একটি সুপারি গাছ কাটার পরে সেটি পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। তাতে তার ছিঁড়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামিদা ও তার ছেলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বাংলাদেশ সময়: ১১:১৭:১০ ১২৮০ বার পঠিত # #বরগুনার #বিদ্যুৎস্পৃষ্টে #মা-ছেলে #মৃত্যু