রবিবার, ৩ নভেম্বর ২০১৯

কালিয়াকৈরে লীজকৃত জমি জবর দখল ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Home Page » আজকের সকল পত্রিকা » কালিয়াকৈরে লীজকৃত জমি জবর দখল ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ৩ নভেম্বর ২০১৯



 

 

KALIAKAIR PRESSCLUB

 

 

ফজলুল হক, বঙ্গ নিউজ: গাজীপুরের কালিয়াকৈরে লীজকৃত জমি জবর-দখলের চেষ্টা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। তিনি রোববার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন ও অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া মৌজায় ৮৬ শতাংশ সরকারী কৃষি জমি লীজ নেন ওই এলাকার শ্রীকান্ত সরকারের স্ত্রী কানন বালা। কিন্তু স্থানীয় হাবিবুর রহমান, শীতল সরকার, আব্দুল কদ্দুস, রামপ্রসাদসহ আরো কয়েকজন ভুমিদস্যু ওই জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় কানন বালা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনার ২০-২১ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া দখলের পায়তারার বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে একটি অভিযোগ করেন। এসব ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী কানন বালা কালিয়াকৈর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক ও ভুক্তভোগী পরিবারের লোকজন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ওই নারীর উপর নির্যাতন ও লুটপাতের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ জানান, ওই নারীকে জমি লীজ দেওয়া হয়েছে। তবে এ বিষয় নিয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা অবনতি যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:০২:২০   ৫৮৩ বার পঠিত