রবিবার, ৩ নভেম্বর ২০১৯

বেগম জেবুন্নেছা স্কলার পদক প্রদান করলেন কাজী জাফর উল্লাহ্

Home Page » প্রথমপাতা » বেগম জেবুন্নেছা স্কলার পদক প্রদান করলেন কাজী জাফর উল্লাহ্
রবিবার, ৩ নভেম্বর ২০১৯



স্কলার পদক প্রদান করা হচ্ছে
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- জেলহত্যা দিবস ও জাতীর ইতিহাসের অন্যতম বেদনাবিধুর দিনে জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। রবিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গায় কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট আয়োজিত বেগম জেবুন্নেছা স্কলার পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রদান কালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্ উপস্থিতদের নিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে স্কলার পদক প্রাপ্তদের নিজেদের সম্পর্কে তুলে ধরা ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্যের দিকে অটুট থাকার আহ্বান জানান তিনি। এলাকার উন্নয়নের লক্ষ্যে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। ট্রাস্টের চেয়ারম্যান জোবায়দা মাহবুব লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লা। এসময় মোট নয় জনকে স্কলার প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:০৫:০৯   ১২১২ বার পঠিত   #  #  #  #