রবিবার, ৩ নভেম্বর ২০১৯

ভাঙ্গায় যুবকের মস্তক বিহীন হাত বাঁধা লাশ উদ্ধার

Home Page » সংবাদ শিরোনাম » ভাঙ্গায় যুবকের মস্তক বিহীন হাত বাঁধা লাশ উদ্ধার
রবিবার, ৩ নভেম্বর ২০১৯



মস্তক বিহীন লাশ উদ্ধার

সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত যুবকের (৩৫) মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের সড়ক সংলগ্ন জমি থেকে হাত বাঁধা অবস্থায় মস্তক বিহীন লাশ ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। এবিষয়ে একটি হত্যা মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘‘আজ সকালে ভাঙ্গা উপজেলার সিমান্ত বর্তী এলাকা থেকে মাথা কাটা একটি লাশ পেয়েছি, লাশটি সনাক্ত করার চেষ্টা চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।’’

বাংলাদেশ সময়: ১৪:২২:১৯   ২০৩৬ বার পঠিত   #  #  #  #  #