![](https://www.bongo-news.com/archive/cloud/archives/fileman/bnews-logo.jpg)
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
ভাঙ্গায় তরুনীকে ধর্ষণের মামলায় আসামী আটক
Home Page » সংবাদ শিরোনাম » ভাঙ্গায় তরুনীকে ধর্ষণের মামলায় আসামী আটক
সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় তরুনীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার রাতে পৌরসদরের হাজরাহাটি গ্রামের নজরুল মিয়ার ছেলে রাকিব মিয়াকে (২৭) পৌরসদরের সোনাখোলা গ্রামের এক তরুনীকে (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত ৩ থেকে ৪ মাস পূর্বে প্রেমের সম্পর্কের জন্য ফরিদপুর বারী প্লাজায় নিয়ে ঐ তরুনীকে একাধিকবার ধর্ষণ করা হয়, এরপর বিয়ে করার অসম্মতি প্রকাশ করলে তরুনীর অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক পিযুশ কান্তি হালদার। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, ধর্ষীতার বক্তব্য অনুযায়ী রাকিবকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ০২/১১/২০১৯ মামলা নং ০৫ এর ৭/৯-১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০৭:৩৫ ৬৮৫ বার পঠিত #তরুনীকে ধর্ষণ #ফরিদপুর #ভাঙ্গা