রবিবার, ৩ নভেম্বর ২০১৯

জাককানইবি এইচআরএম বিভাগ কর্তৃক সেমিনার ও কালচারাল নাইট অনুষ্ঠিত

Home Page » শিক্ষাঙ্গন » জাককানইবি এইচআরএম বিভাগ কর্তৃক সেমিনার ও কালচারাল নাইট অনুষ্ঠিত
রবিবার, ৩ নভেম্বর ২০১৯



ফাইল ছবি

সৌরভ বর্মন গৌতম জাককানইবি প্রতিনিধিঃ গতকাল ২ রা নভেম্বর সকাল ১০:৩০ মিনিটে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত দুটি পর্বে সেমিনার ও কালচারাল নাইট অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়েরর গাহি সাম্যের মন্ঞ্চে প্রোগ্রামের ১ম পর্বে সেমিনার এবং ২য় পর্বে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান,মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আমীন,সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ মিলন প্রমুখ।বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য প্রথমে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সেমিনারে “রিসোর্স পার্সন” হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হুসাইন,প্রতিষ্ঠাকালীন সভাপতি এফবিএইচও(Fedaration of Bangladesh Human Resource Organization) ও ইউসুফ ইফতি প্রশিক্ষক,বক্তা,সিইও(Bold)। তারা শিক্ষার্থীদের এইচ আর জব মার্কেট ও কি কি যোগ্যতা অর্জন করতে হয় সে সম্পর্কে বিষদ আলোচনা করেন।পাশাপাশি শিক্ষার্থীদের নিজের জীবনে বা কর্মজীবনে নীতি নৈতিকতা সহীত চলার জন্য পরামর্শ দেন।

HR সেমিনার পরে সন্ধ্যা ৬:৩০ থেকে শুরু হয় কালচারাল প্রোগ্রাম। এই সাংস্কৃতিক সন্ধ্যায় এইচ আর এম বিভাগের ৮ ও ৯ ব্যাচ অংশগ্রহণ করে

বাংলাদেশ সময়: ১৩:২৫:০৪   ৯১০ বার পঠিত   #  #  #  #  #