শনিবার, ২ নভেম্বর ২০১৯

ভাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করে বরকে কারাদন্ড দিলেন এসি ল্যান্ড

Home Page » শিশু-কিশোর » ভাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করে বরকে কারাদন্ড দিলেন এসি ল্যান্ড
শনিবার, ২ নভেম্বর ২০১৯



সাব্বির হোসেন সোহাগ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভিমিরকান্দা গ্রামের ৮ম শ্রেণীতে পড়–য়া (১৩) এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে বরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট মুচকুরনী গ্রামের আব্দুল ওদুদের পুত্র মোঃ সবুজকে (৩৩) বাল্যবিবাহর অপরাধে কারাদন্ড প্রদান করা হয়। এবিষয়ে ভ্রাম্যমান আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা জানান, বাল্যবিবাহর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে বর ও কনেকে আড়াল করতে চেষ্টা করে স্থানীয় কতিপয় ব্যাক্তিরা। পরে সুকৌশলে তাদের সামনে এনে প্রয়োজনীয় কাগজপত্র দেখে বরকে সাজা প্রদান করে কনেকে তার মা ও স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এবারের জেএসসি পরীক্ষায় ছাত্রীটির অংশ গ্রহণ করার কথা ছিল বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২:০৭:৩৯   ৮৪২ বার পঠিত   #  #  #  #