শনিবার, ২ নভেম্বর ২০১৯
কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
Home Page » শিক্ষাঙ্গন » কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বঙ্গ-নিউজঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। দুই দল ছাত্রের সংঘর্ষের জেরে গতকাল ১ নভেম্বর, শুক্রবার দিবাগত রাত ১২টায় ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জিএম শহিদুল আলম জানান, আজ ২ নভেম্বর, শনিবার বিকাল ৫টার মধ্যে সকল হল খালি করতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই দল শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৬ শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার জেরে রাতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন।
এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতেই কুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:২৭:৪৮ ৬৫৫ বার পঠিত # #অনির্দিষ্টকালের #কুয়েট #খুলনা #খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের #বন্ধ #বিশ্ববিদ্যালয়ের #ভর্তি